চলন্ত বাসে আবারও ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে আবারও চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। পরে টুনি নামে এক নারী যাত্রী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।
ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে বাসচালক ও হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তিরা হলেন চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে মিরপুরমুখী বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের ভয় দেখায়।
তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় এবং সাভারের রাজফুলবাড়িয়ায় নেমে পালিয়ে যায়।
এক যাত্রী জানান, সাভারে বাসটি থামার পর কয়েকজন যাত্রী ছুরি হাতে তাদের ভয় দেখিয়ে জিনিসপত্র কেড়ে নেয়। তার কাছ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নেয়া হয়। অন্য যাত্রীরাও মূল্যবান সামগ্রী হারিয়েছেন।
বাসচালক রজব আলী বলেন, ‘বাসের মধ্যে কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল ও টাকা ছিনিয়ে নেয়।’
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, বিষয়টি তদন্তাধীন। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং চালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগেও গত ২৪ মার্চ রাতে একই এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। তখনও মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের চালক ও হেলপারকে সন্দেহভাজন হিসেবে আটক করেছিল পুলিশ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta