শত্রুকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তারা যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসে, তবে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
এর প্রতিক্রিয়ায় তাংসিরি বলেন, আমরা যুদ্ধ চাই না, এটাও আমাদের লক্ষ্য নয়। তবে শত্রুরা যদি আমাদের স্বার্থে হস্তক্ষেপ করে বা জনগণের ওপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে তাদের জানা উচিত যে, আমরাও পাল্টা জবাব দেবো। তিনি আরও বলেন, ইরানের যে কোনো স্থানে শত্রুর অবস্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। দেশটির ভূখণ্ডে যে কোনো স্থান থেকে হামলা হলে, এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।
তাংসিরি আরও বলেন, যদি আমাদের জাহাজে হামলা হয়, আমরা নিশ্চয়ই উপযুক্ত জবাব দেবো। যদি তারা আমাদের জাহাজ আটকায়, আমরাও তাদের জাহাজ জব্দ করব। কেউ আমাদের আঘাত করে পালিয়ে যেতে পারবে না। এমনকি যদি তাদেরকে মেক্সিকো উপসাগর পর্যন্ত তাড়া করতে হয়, সেটাও করা হবে।
সূত্র: প্রেস টিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta