নাসিরনগরে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাসিরনগর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নাসিরনগর কলেজ গেটের পাশে চেয়ারম্যান মার্কেটের মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। মাহফিলটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. খালেদ, সহ-সভাপতি মো. শাহ নেওয়াজ চৌধুরী, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ রমজান আলী, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, ভলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্লাহ, গোয়ালনগরের সাবেক চেয়ারম্যান হাজী তারেক মিয়া, পাঁচবারের নির্বাচিত মেম্বার মো. আজদু মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা নবীন দলের সভাপতি মো. আমসু মিয়া, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন শরীফ, ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম ভূঁইয়া, নাসিরনগর সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ইয়াসিন মিয়া, কলেজের সাবেক সদস্য সচিব কাইরুল বাসার রনি প্রমুখ।
এতে উপজেলা বিএনপির ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta