ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে হাজির করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রুবেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সূত্র মতে, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু বিস্ফোরক আইনে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। তদন্তের পর ওই মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনিমকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে অনিমকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta