ধামইরহাটে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আশায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে.এম.এস. মুসাব্বির শাফি, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিনসহ আরও অনেকে।
পরবর্তীতে ইফতার মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta