আর্জেন্টিনার ‘গোলঝড়ে’ বিপর্যস্ত ব্রাজিল
আর্জেন্টিনার গোলঝড়ে বিধ্বস্ত হলো ব্রাজিল! লিওনেল মেসির অনুপস্থিতিতেও দুর্দান্ত খেলে বড় ব্যবধানে জয় লাভ করেছে স্কালোনির দলের খেলোয়াড়রা। বুয়েনস আয়ার্সের মনুমেন্টালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রাজিলকে ৪-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা।
ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চিত টিকিট পায় আর্জেন্টিনা। মঙ্গলবার রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়ের কাছে বলিভিয়া পরাজিত হলে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ নিশ্চিত হয় আর্জেন্টিনার।
ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে দুটি গোল করে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষদিকে, ৪৫ মিনিটে আর্জেন্টিনা ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের অবস্থা আরো খারাপ করে বদলি খেলোয়াড় গুইলিয়ানো সিমিওনে।
ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস কুনহার।
প্রকাশিত: | By Symul Kabir Pranta