ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪ গোল
ব্রাজিলকে ৪-১ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার (২৬ মার্চ) লাতিন আমেরিকার দলটি প্রথম এবং বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপের সঙ্গী হয়।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে প্রথম ২০ মিনিটেই দুটি গোল করে। ৪৫ মিনিট শেষে আর্জেন্টিনা ৩-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় গুইলিয়ানো সিমিওন চতুর্থ গোলটি করলে ব্রাজিলের বিপদ আরো বাড়ে। আর্জেন্টিনার হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং গুইলিয়ানো সিমিওন। ব্রাজিলের একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস কুনহা।
ম্যাচের শুরুতেই ডি পলের পাস থেকে বামপ্রান্ত দিয়ে আক্রমণ শুরু করেন নিকোলাস টালিয়াফিকো। তার পাস থেকে থিয়েগো আলমাদার দারুণ ডিফেন্স চেরা পাস থেকে গোল করেন আলভারেজ। দ্বিতীয় গোলটি আসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত একটি আক্রমণ থেকে, যার মাধ্যমে এনজো ফার্নান্দেজ সহজেই গোল করেন। ১২ মিনিটে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে যায়।
ব্রাজিল তাদের প্রথম গোলটি পায় ৩০ মিনিটের আগেই। ম্যাথিয়াস কুনহা ঠান্ডা মাথায় গোল করেন। তবে আর্জেন্টিনা আবার দুই গোলের ব্যবধানে ফিরে আসে ১১ মিনিট পর। এই গোলটি করেন ম্যাক অ্যালিস্টার, যিনি আর্ন্তজাতিক এক কোণ থেকে গোল করেন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোলের সুযোগ পায়, কিন্তু ব্রাজিলের গোলরক্ষক বেন্তো দুর্দান্ত সেভ করে। ৬০ মিনিটে আর্জেন্টিনা গোল করার আরো একটি সুযোগ পায়, তবে তা গোলবারে বাধাপ্রাপ্ত হয়।
৬৮ মিনিটে আলমাদার বদলে গুইলিয়ানো সিমিওনে মাঠে নামেন এবং তিন মিনিটের মধ্যে গোল করেন। ৭৭ মিনিটে সিমিওনের একটি দুরূহ শট বেন্তোর সামনে থেকে প্রতিহত করার সুযোগ ছিল না। আর্জেন্টিনা ৪-১ গোলের বিজয়ী হয়। এই ম্যাচে ২০১২ সালের পর প্রথমবারের মতো ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৪ গোল খায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta