নিশ্চিতভাবে আর্জেন্টিনাকে পরাজিত করব: ম্যাচের আগে রাফিনহা
ফুটবলের দুটি পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার আবারও মুখোমুখি হওয়া। বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় এই দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ হিসেবে পরিচিত, যাকে ‘সুপার ক্লাসিকো’ বলা হয়।
যদিও দুটি দলই শক্তিশালী, তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। কারণ, গত ৬ বছরে ব্রাজিল একবারও আর্জেন্টিনাকে পরাজিত করতে পারেনি।
শেষবার ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল। এরপর চারটি ম্যাচের মধ্যে তিনটি জয় পায় আর্জেন্টিনা এবং একটি ম্যাচে ড্র হয়।
ম্যাচে দুই দলের ফুটবলারদের মধ্যে সবসময়ই উত্তেজনা থাকে, যা সমর্থকদের মধ্যেও উত্থান ঘটায়।
এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা। আর্জেন্টিনার বিরুদ্ধে তিনি হুমকি দিয়েছেন।
ব্রাজিলের কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনহা বলেছেন, ‘আমরা তাদের হারিয়ে দেবো, হারাতে তো হবে। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। আমি গোল করতে যাচ্ছি, আমাদের যা আছে সব দিয়েই মাঠে নামবো।’
২০২৩ সালের নভেম্বরে একটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই ম্যাচও বিতর্কের কারণে বাতিল করা হয়। এবারের ম্যাচ নিয়েও সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কিছু বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। যেমন, লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব তো সবাই জানেন!
২০২১ সালে ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল, আর শিরোপা হারানোর পর নেইমার মেসিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। পরে তারা একসঙ্গে বসে কথা বলেছিলেন।
এবারের ম্যাচে মেসি ও নেইমার নেই, তাই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শান্তির বার্তা নিয়ে এসেছেন। তিনি ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো রাখার আহ্বান জানিয়েছেন।
স্কালোনি বলেছেন, ‘মাঠে প্রতিপক্ষ, মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়দের মন্তব্য নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আমি জানি, আর্জেন্টিনা- ব্রাজিল ম্যাচ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ, আর কিছু নয়।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta