অভিষেকে চমক দিলেন হামজা, ভারত থেকে ড্র নিয়ে ফিরল বাংলাদেশ
শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে শতভাগ দিয়ে খেলেছেন। মাঝমাঠে ভারতের আক্রমণ বেশ কয়েকবার ব্যাহত করেছেন এবং আক্রমণে সহায়তা করেছেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে কড়া মার্ক দিয়ে, হামজা চৌধুরী ভারতের আক্রমণকে কার্যত অকার্যকর করে ফেলেন।
শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ভালো লড়াই করেছে। তবে কোনো দলই জয়লাভ করতে পারেনি, এবং গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই, ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে মজিবুর রহমান জনি বল পেয়ে ছিলেন, তবে তিনি গোল করতে ব্যর্থ হন। প্রথম মিনিটেই ভারত বেঁচে যায়।
দশ মিনিট পর আবার গোলরক্ষকের ভুলে বল পেয়ে মোহাম্মদ হৃদয়। কিন্তু সে সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলে প্রথম দিকে ভারত কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ আক্রমণে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। মোরসালিনের বাঁ পায়ের ক্রসে ইমন বলের ঠিকানায় রাখতে পারেননি।
ভারত ম্যাচে ফিরতে চেষ্টা করে এবং ২২ মিনিটে তপু বর্মন চোট পেয়ে মাঠ ছাড়েন।
তপু স্ট্রেচারে মাঠ ছাড়লে রহমত মিয়া মাঠে নামেন। এরপর ভারত আক্রমণে আসতে থাকে এবং ২৮ মিনিটে লিস্টন কোলাসো বক্স থেকে দুর্বল শট নেন, যা গোলরক্ষক মিতুল মারমা সহজেই রোধ করেন।
৩০ মিনিটে পাল্টা আক্রমণে ভারত সুযোগ পায়। উদান্তা সিংয়ের শট শাকিল আহমেদ তপু ঠেকিয়ে দেন এবং ফারুক হাজি দ্বিতীয় শট নেন, কিন্তু গোলরক্ষক মিতুল মারমা আবারও সফলভাবে দলকে রক্ষা করেন। এরপর গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর, দুটি দলই ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে।
বিস্তারিত আসছে...
প্রকাশিত: | By Symul Kabir Pranta