জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চলতে থাকবে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, জুলাই-আগস্টের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চলতে থাকবে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের অধীনে দেশের অর্থনীতি, ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো ধ্বংস হয়ে গেছে। যদিও খুনি হাসিনা পালিয়ে গেছে, তবে এখনো দেশে স্বৈরাচারী শক্তি ও ফ্যাসিবাদীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। যতদিন শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসন ও জুলাই-আগস্টের গণহত্যাকারীদের বিচার হবে না, ততদিন আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি ২২ মার্চ বিকেল ৩টায় নগরীর হাফিজ পার্কে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এম. হাশেম রাজু, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক, ২৪-এর আন্দোলনে চোখ হারানো যোদ্ধা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমন্বয়ক প্রফেসর ড. ইসমাইল হোসেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা লায়ন মো. মুজিবুর রহমান, নাগরিক ঐক্য চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এন.সি.পি-র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শাগুপ্তা বোসরা মিসমা, হেফাজত নেতা শওকত নুর, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক মো. এহেসানুল হক, মো. জাহেদ তালুকদার, মো. রাশেদ, মো. ওসমান সরোয়ার খান, মো. মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক এড. মো. জসিম উদ্দিন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মো. ফয়সাল উদ্দিন সালমান, উত্তর জেলার যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. নেওয়াজ উদ্দিন শাহীন, কক্সবাজার জেলার যুগ্ম সমন্বয়ক সেলিম কায়ছার, মো. ইসমাইল প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু বলেন, আওয়ামী খুনি ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত পুনর্বাসনের দাবী গণতন্ত্রকামী ছাত্র সমাজ গ্রহণ করবে না। বাংলাদেশের হাজার হাজার মায়ের সন্তানের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ সেনাবাহিনী প্রধান আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চাচ্ছেন। এটা কোনভাবেই দেশের জনগণ মেনে নিবে না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ৬৪টি জেলায় মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে মামলা করবো।
প্রকাশিত: | By Symul Kabir Pranta