এবারের ঈদে গান পরিবেশন করবেন না ড. মাহফুজুর রহমান।
২০১৬ সালের ঈদুল আযহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠান উপস্থাপন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। তারপর থেকে তিনি প্রতি ঈদেই গান পরিবেশন করেছেন।
করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে গেলেও তার গানের ধারাবাহিকতা রুদ্ধ হয়নি। তবে এবার ঈদে একটু ভিন্ন চিত্র। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এটি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
চ্যানেলটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘এবার ঈদে গান পরিবেশন করবেন না ড. মাহফুজুর রহমান। তিনি কিছুটা অসুস্থ এবং ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
গত ঈদে তিনি দুটি ভাষায় গান পরিবেশন করেছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta