কারাবাসের অভিজ্ঞতা শেয়ার করলেন রিয়া চক্রবর্তী
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, যিনি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু কাণ্ডে একাধিক অভিযোগের সম্মুখীন হয়েছিলেন, মাদকযোগের কারণে গ্রেফতার হয়েছিলেন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা হিসেবে এই মামলার মধ্যে তার নাম উঠে আসে।
২৭ দিন কারাবাসে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন রিয়া। তার মতে, কারাগারের ভেতরের জীবন এবং বাইরের পৃথিবী একেবারেই আলাদা।
তিনি বলেন, ‘কারাগারে সমাজের কোনো চিহ্ন নেই। বাইরের পৃথিবী থেকে এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। তবে সেখানে সবাই সমান, কারও পরিচিতি নেই, সবাই একটি নম্বর।’
তদন্ত চলাকালীন যেসব মহিলারা কারাবাসে ছিলেন, তাদের অধিকাংশই নির্দোষ ছিল বলে দাবি করেছেন রিয়া। তিনি জানান, ‘আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, অভিযুক্ত মহিলাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ নির্দোষ ছিল। বাকি ২০ শতাংশ অপরাধ স্বীকার করতেন, হয় নিজের রক্ষা করতে বা অন্য কারণে।’
রিয়া আরও বলেন, ‘বিচার প্রক্রিয়ায় সময় লাগে, তাই নির্দোষ মহিলারা অনেক বেশি সময় কারাগারে কাটাতে বাধ্য হন। কেউ কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই সাত-আট বছর কারাবাসে কাটিয়ে দেন।’
কারাগারে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, তা নিয়েও আলোচনা করেন রিয়া। তিনি বলেন, ‘কারাগারে মোবাইল ফোন ব্যবহার করা যায় না, বাইরের পৃথিবী থেকে কোনো যোগাযোগ নেই। কেউ কেউ তো তাদের পরিবারের সদস্যদেরও হারিয়ে ফেলেছেন।’
শেষে রিয়া বলেন, ‘প্রতিদিনই কারাগারে বেঁচে থাকার সংগ্রাম। একেকটি দিন যেন একেকটি বছরের মতো মনে হয়। আমি কঠিন সময় কাটিয়েছিলাম, অবশ্যই সেখানে অবসাদ ছিল। সেই অন্ধকার জগতের সাক্ষী আমি।’
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta