ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আর বেঁচে নেই
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সনজীদা খাতুন মারা গেছেন।
মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।
সনজীদা খাতুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা এবং জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের কন্যা সনজীদা খাতুন ১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta