রাশমিকার মেয়ের সঙ্গেও আমি অভিনয় করব: সালমান
বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা 'সিকান্দার' আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। এই প্রথমবার তারা একসঙ্গে বড় পর্দায় কাজ করলেন।
সালমান খানের বয়স ৫৯ বছর, আর রাশমিকার বয়স ২৮। এই ৩১ বছরের বয়সের পার্থক্য নিয়ে অনেক দর্শক প্রশ্ন তুলেছেন। 'সিকান্দার'-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই অনেকে তাদের জুটিকে অসম বলে সমালোচনা করছেন।
সম্প্রতি 'সিকান্দার'-এর ঝলক উন্মোচন অনুষ্ঠানে এই বয়সের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সালমান। তার জবাব শুনে সামাজিক মাধ্যমে ব্যাপক হাস্যরস সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক, প্রযোজক ও অন্যান্য কলাকুশলীরা। সালমান ও রাশমিকা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। এক সাংবাদিক তাদের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন করলে, সালমান মজার ছলে বলেন, ‘যখন আমার সহ-অভিনেত্রীর এতে কোনো আপত্তি নেই, তখন আপনার সমস্যা কী?’
এরপর তিনি আরও যোগ করেন, ‘আরেকটি কথা... যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে... সেই মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব। আমি নিশ্চিত তার মা তাতে সম্মতি দেবেন।’
সালমানের এই মন্তব্যের পর উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta