বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধানের মন্তব্য
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বৈশ্বিক প্রতিশ্রুতিতে অটল রয়েছে। সোমবার (১৭ মার্চ) এই সাক্ষাৎকার প্রচারিত হয়।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড উল্লেখ করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও নিপীড়ন ট্রাম্প প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ।
তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের নতুন মন্ত্রিসভার আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে উগ্রপন্থি ও সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির বিষয়ে গ্যাবার্ড জানান, যদিও সংলাপ
প্রকাশিত: | By Symul Kabir Pranta