রায় শুনে আবরারের বাবা ও ভাইয়ের প্রতিক্রিয়া
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দণ্ডের রায় হাইকোর্টে বহাল রাখা হয়েছে। আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় প্রদান করেন।
রায় শোনার পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ ও ছোট ভাই আবরার ফাইয়াজ। আবরার ফাহাদের বাবা বলেন, নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল থাকায় তিনি সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকর হোক, সেটাই চান।
তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে সন্তুষ্ট আছি, তবে সরকারকে অনুরোধ জানাই যেন রায় দ্রুত বাস্তবায়িত হয়।
আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, রায় আগের মতই বহাল থাকায় আমরা খুশি। আমরা আশা করি, বাকি প্রক্রিয়া দ্রুত শেষ হবে এবং রায় কার্যকর হবে।
২০১৯ সালের ৬ অক্টোবর, বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তার বাবা ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘আসামিরা আবরারকে মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করেছে’। আদালত ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড দেন, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০২২ সালের ৬ জানুয়ারি ডেথ রেফারেন্স হিসেবে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এবং ২০২২ সালের ২৮ নভেম্বর শুনানি শুরু হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ জন হলেন— বুয়েট ছাত্রলীগের সহসভাপতি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, আইনবিষয়ক উপসম্পাদকসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta