চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে রাহাত খান (১২) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ। বুধবার (৩০ এপ্রিল) সকালে চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত রাহাত চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার মো. লিয়াকতের ছেলে এবং চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলেরও সদস্য ছিল।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাহাত স্কুলে গিয়েছিল। ছুটি শেষে বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে হামিদচর এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি তদন্তাধীন, যা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta