আপনারা কিন্তু জনগণের নির্বাচিত সরকার নন
নারী সংশোধন কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে সরকার যদি এগিয়ে আসে, তাহলে তারা এক মুহূর্তও সময় পাবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ রেজাউল করিম।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পির বলেন, আপনাদের নারীবিষয়ক কমিশন ও নারী নীতি সম্পর্কে যে বাহবা দিচ্ছেন, তা সঠিক নয়। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের সরকারটি জনগণের ভোটে নির্বাচিত নয়, আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন না।
তিনি আরও বলেন, আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। তবে আপনাদের সামনে দাঁড়িয়ে যদি কোনো অশুভ শক্তি সুযোগ নিতে চায়, তাহলে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। যদি আপনারা এই পথে অগ্রসর হতে চান, পরিষ্কার বার্তা দিচ্ছি— আপনাদের অবস্থান থেকে সরে যাওয়ার জন্য আপনাদের পাঁচ মিনিটও সময় হবে না।
নারী কমিশনের সুপারিশে আওয়ামী লীগের হাত রয়েছে বলে মন্তব্য করে চরমোনাই পির বলেন, তারা (আওয়ামী লীগ) গত ৫ আগস্ট রান্না করেও খেতে পারেনি, এবং তারা নিশ্চয়ই বসে নেই। আমাদের পক্ষ থেকে যারা নজর রাখছেন, তারাও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ হয়তো নারী কমিশনের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যাতে ওলামায়ে কেরাম রাস্তায় নামলে দেশের শত্রুরা সুযোগ নিতে পারে।
নারী কমিশনের প্রতিবেদন নিয়ে সমালোচনা করে চরমোনাই পির বলেন, 'এই নারী কমিশন সম্পর্কে আমি বিস্মিত। অতীতে যারা নাস্তিকরা দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, আল্লাহর রহমতে তা সফল হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার এই হীন চিন্তাগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু এটা কখনোই সফল হবে না।'
সেমিনারে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
সেমিনারে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চারটি দাবি তুলে ধরে। সেগুলো হলো: নারীবিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব দ্রুত প্রত্যাহার করতে হবে, কমিশনটি সরকারিভাবে বাতিল করতে হবে, নতুন কমিশনে দ্বিনদার, শিক্ষিত, দেশীয় চিন্তাধারা বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে, এবং পরিবার ও নারী বিষয়ে কুরআন-সুন্নাহ, সংবিধান এবং সামাজিক বাস্তবতা ভিত্তিক প্রস্তাব করতে হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta