নির্বাচনী জোটে যোগ দিতে ইচ্ছুক নয় এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লক্ষ্য হলো এজেন্ডার ভিত্তিতে রাজনৈতিক ঐক্য গঠন করা। তবে নির্বাচনী জোট গঠন বিষয়ে আলোচনা করতে আমরা আগ্রহী নই।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
নির্বাচনী জোট গঠন নিয়ে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো নির্বাচন নিয়ে কোনো জোট গঠন নিয়ে আলোচনা শুরু করিনি। তবে আমরা রাজনৈতিক ঐক্য এবং আমাদের সংস্কার ও বিচার বিষয়ক এজেন্ডায় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে, তা জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা প্রয়োজন, তবেই তা দীর্ঘস্থায়ী হবে।
নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, সরকার যে নির্বাচনের সময়সীমা প্রস্তাব করেছে, আমরা তা প্রাথমিকভাবে সমর্থন করি। তবে তার আগে মৌলিক সংস্কারের বিষয় এবং আওয়ামী লীগের বিচার বিষয়ক প্রশ্নের সমাধান করতে হবে।
তিনি বলেন, আমরা দুটি স্পষ্ট দাবি তুলছি। প্রথমত, আমরা জুলাই সনদের কথা বলছি এবং দ্বিতীয়ত, আমাদের দাবি হলো গণপরিষদ নির্বাচন। দল হিসেবে আমরা এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই। জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসে আমাদের এজেন্ডা হলো মৌলিক সংস্কার ও ন্যায়বিচার।
প্রকাশিত: | By Symul Kabir Pranta