এনসিপি কমিটি গঠন করবে মহিলা আওয়ামী লীগ সভাপতির মেয়ে।
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহ্মুদা বেগমের কন্যা সৈয়দা নীলিমা দোলাকে।
গত মঙ্গলবার এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে মো. আব্দিুর রহমান এবং সংগঠক হিসেবে মো. রাকিব হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলা থেকে দু’জন করে সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সৈয়দা নীলিমা দোলার নাম উল্লেখ করা হয়েছে। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহ্মুদা বেগমের মেয়ে এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিরের ভাগনি। তার বাবা সৈয়দ গোলাম দস্তগীর একজন ব্যবসায়ী।
সৈয়দা নীলিমা ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে মাস্টার্স শেষ করেন এবং কিছুদিন একটি মোবাইল ফোন কোম্পানিতে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘সিনে কার্টেল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
এ বিষয়ে সৈয়দা নীলিমা দোলা বলেছেন, ‘আমার পরিবারের সদস্যদের আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পর্কিত কিছু পোস্ট সামনে আসতে পারে। তবে আমি ১০ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছি। নো মেট্রো অন ডিইউ মুভমেন্ট, রামপাল বিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হল ছাত্রলীগ মুক্ত করাসহ অন্যান্য আন্দোলনে আমি অংশ নিয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লেখা পুরনো। ২০১২ সালে পরিবার ছেড়ে রাজপথই আমার পরিবার হয়েছে। জুলাই মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার একজন প্রত্যক্ষদর্শী আমি।’
তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগের সাথে কখনও যুক্ত ছিলাম না, তাই এনসিপির সদস্য হতে আমার বিরুদ্ধে কোনও বাধা থাকার কথা নয়। এনসিপির কেন্দ্রীয় নেতারা আমাকে যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে, ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা বলেন, ‘নীলিমা দোলার পরিবারের রাজনৈতিক পটভূমি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। গত জুলাই-আগস্ট আন্দোলনে তার মামা গোলাম নাসির কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছিল, তা আমাদের স্মরণে আছে। তার মায়ের কর্মকাণ্ডও আমাদের অজানা নয়।’
সোহেল রানা আরও বলেন, ‘নীলিমা দোলার সাথে আমাদের এখনও পরিচয় হয়নি। দায়িত্ব দেওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta