বউকে তালাক দিয়ে ৫০ লিটার দুধে স্নান করলেন প্রবাসী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সাইপ্রাসপ্রবাসী বদিউজ্জামান শিকদার নামে এক ব্যক্তি। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব সদরদীর বাসিন্দা ও মৃত বারেক শিকদারের ছেলে বদিউজ্জামানের সঙ্গে ঘারুয়া গ্রামের মৃত সুলতান মাস্টারের মেয়ে সোমা আক্তারের বিয়ে হয় পারিবারিকভাবে। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু বিবাহবিচ্ছেদের পর বদিউজ্জামান ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
বদিউজ্জামান জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। শুরু থেকেই দাম্পত্য কলহ চলছিল। সোমা পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ করেন তিনি। একবার ডিভোর্স হলেও পরিস্থিতি বিবেচনায় আবারও বিয়ে করেন। কিন্তু এবার অনেক অনুরোধ করেও স্ত্রী ডিভোর্সে অনড় থাকায় আজ স্থানীয় কাজীর মাধ্যমে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পরে সন্তান ও আত্মীয়দের পরামর্শে তিনি দুধ দিয়ে গোসল করেন।
এ বিষয়ে সোমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta