নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আলীর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবক উমর সিদ্দিক (১৮) করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের সুতারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে ধনু নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে যায় উমর সিদ্দিক। দীর্ঘক্ষণ উঠতে না পারায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কিশোরগঞ্জ শহর থেকে ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তা করিমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta