ইন্টারভিউ
মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ৩১ মার্চ শেষ হয়েছে। এখন ঈদুল আজহার অপেক্ষা। এই উৎসবের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতভিত্তিক ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, ২৭ মে সন্ধ্যায় হিজরি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের চাঁদ দেখা যেতে পারে। এর পরের দিন ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। এই অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপন হতে পারে এবং বাংলাদেশে ৭ জুন এই ঈদ উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদ উঠবে এবং সূর্যাস্তের ৩৮ মিনিট পর তা আকাশে দৃশ্যমান থাকবে।
যদি এই হিসাব সঠিক হয়, ৫ জুন আরাফাতের দিন হবে, যা হজের প্রধান দিন। পরদিন, ৬ জুন ঈদুল আজহা উদযাপন হতে পারে।
তবে, ২৭ মে জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ ৭ জুন পালিত হবে।
বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়, তাই ৭ অথবা ৮ জুন দেশে ঈদ হবে।
ঈদুল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত, যা হযরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্যের এক প্রতীক। মুসলিমরা পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা পালন করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta