বগুড়া সিটি কর্পোরেশন; শনিবার গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার উদ্দেশ্যে গণশুনানির জন্য বগুড়ার জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০ এপ্রিল তারিখে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে জারি করা একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “বগুড়া পৌর এলাকা এবং আশপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠন করার জন্য ‘সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা, ২০২৩’ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুত করতে নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের জন্য অনুরোধ করা হলো।”
চিঠিটি স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফিরোজ মাহমুদ। বগুড়া পৌরসভার প্রশাসককে এ সম্পর্কিত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবনার ভিত্তিতে এলজিডি এই চিঠি জারি করেছে।
এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, “আমরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছি। শনিবার সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta