গাজায় ইসরায়েলের হামলায় আরও ৪০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, আর ঘরবাড়ি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। শুধু গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক মানুষ।
এই হামলার ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৯০০ জনে। গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর মৃত্যু হয়েছে ১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক দিনে হামলায় আহত হয়েছেন আরও ১৪৬ জন। তাদেরকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে আহত হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন। ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
টানা ১৫ মাসের সহিংসতার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর প্রায় দুই মাস গাজায় অপেক্ষাকৃত শান্তি বিরাজ করলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল, হামাসের সঙ্গে মতবিরোধকে কেন্দ্র করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩ হাজার ৮০০ জনের বেশি। এই হামলা চলতি বছরের জানুয়ারির যুদ্ধবিরতির চুক্তিকে লঙ্ঘন করেছে।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
এই আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta