গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত চালানো হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেন, গাজায় ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করায় রোগবিস্তার ও মৃত্যুর হার আরও বাড়তে পারে। বর্তমানে গাজা থেকে বিদেশে চিকিৎসার জন্য ১০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন। সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বহু মানুষকে মৃত বলে বিবেচনা করা হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta