চীনের পণ্যে মোট শুল্ক ১৪৫%, ১২৫% নয়: হোয়াইট হাউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর আরও কঠোর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি জানিয়ে ছিলেন যে, চীনা পণ্যের শুল্ক ১২৫ শতাংশ বাড়ানো হবে। তবে পরবর্তী দিন, বৃহস্পতিবার, হোয়াইট হাউজ জানিয়েছে যে, চীনা পণ্যের উপর মোট শুল্ক ১২৫ শতাংশ না হয়ে ১৪৫ শতাংশ হয়ে গেছে।
এ বিষয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়, শুল্ক বৃদ্ধির ব্যাখ্যাও দিয়েছে হোয়াইট হাউজ। তারা জানায়, ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর চীনা পণ্যের উপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছিল।
তবে অতিরিক্ত শুল্ক হিসেবে, ফেন্টানিল সম্পর্কিত বিতর্কের কারণে চীনের উপর পূর্বে আরোপিত ২০ শতাংশ শুল্কও এই নতুন শুল্কের সাথে মিলিয়ে কার্যকর হবে, ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ১৪৫ শতাংশ। এই শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক তিন মাসের জন্য স্থগিত হলেও, চীন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বরং ট্রাম্প চীনা পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন এবং পূর্বে আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক যোগ করেছেন।
এ কারণে, এই বছর চীনা পণ্যের উপর ট্রাম্পের মোট শুল্ক ১৪৫ শতাংশে পৌঁছেছে।
তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম আমদানি এবং অটোমোবাইল পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক বাদ দেয়া হয়েছে। তামা, ওষুধ, সেমিকন্ডাকটর, কাঠ এবং জ্বালানির ক্ষেত্রে ট্রাম্প ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta