সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে না
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে না।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে সতর্ক থাকবে। ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামে যাওয়া মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করার জন্য তারা কাজ করছেন। এ জন্য পরিবহন খাত সংশ্লিষ্টদের সহযোগিতাও নেওয়া হচ্ছে। তিনি আশা করছেন যে, অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্কতায় থাকবে। তিনি আল্লাহর রহমত কামনা করেন।
তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই এবং পুলিশ ২৪ ঘণ্টা কাজ করে থাকে। ১৯৬১ সালে থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের কাজ কখনো বন্ধ হয়নি।
এছাড়া তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তায় বাড়তি মনোযোগ দেওয়া হয়েছে এবং হাইওয়ে পুলিশ অত্যন্ত সক্রিয় রয়েছে। যাত্রীরা নিজেদের চোখে দেখতে পারবেন, পূর্বে পুলিশ বাহিনী এতটা সক্রিয় ছিল না, তবে বর্তমানে তারা অত্যন্ত সচল রয়েছে। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং পারফরম্যান্সের বিষয়ে আলোচনার অবকাশ থাকলেও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta