সোমবার, ৩১রা মার্চ ২০২৫

স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার গ্রহণ করলেন ফেলানী পরিবার

স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার পেলেন ফেলানী পরিবার
স্থানীয় সরকার উপদেষ্টার ঈদ উপহার গ্রহণ করলেন ফেলানী পরিবার

কুড়িগ্রামে ফেলানী পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক নুসরাত সুলতানা ফেলানীর বাবাকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার তুলে দেন।

ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার একটি চেক এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

ফেলানীর পিতা নুর ইসলাম ঈদ উপহার, পোশাক ও খাদ্য সামগ্রীসহ চেক গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, জেলা সমাজসেবার উপ পরিচালক মুহ. হুমায়ুন কবির প্রমুখ।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ