যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকার টোল সংগ্রহ
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানবাহনের চাপ এবং টোল আদায়ের পরিমাণও বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে মোট ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল সংগ্রহ করা হয়েছে, এবং এই সময়ে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পার হয়েছে।
বুধবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা, এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
মহাসড়কে যানজট কমানোর জন্য যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম দুই অংশে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে, এছাড়া মোটরসাইকেলদের জন্য ৪টি বিশেষ বুথও চালু করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ আশা করছে, এবার ঘরমুখো যাত্রীরা আরামদায়ক যাত্রা উপভোগ করবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়কে ৭০০ পুলিশ সদস্যের একটি দল দায়িত্ব পালন করছে। এই বাহিনী মোবাইল টিম, মোটরসাইকেল টিমসহ ৪টি সেক্টরে বিভক্ত। অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta