যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৫৭ লাখ টাকা
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকার টোল সংগ্রহ করা হয়েছে, যার মাধ্যমে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বুধবার সকালে।
তিনি জানান, টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
আহসানুল কবীর পাভেল আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনের জন্য যমুনা সেতু পূর্ব ও পশ্চিম অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে, পাশাপাশি মোটরসাইকেলের জন্য ৪টি বুথও বসানো হয়েছে। ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta