জুলাই আন্দোলনকে ৭১ এর সঙ্গে মিলিয়ে মন্তব্য, সরকারি কর্মকর্তার সমালোচনা
ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ছাত্র-জনতার জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করায় বীর মুক্তিযোদ্ধাদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন।
বুধবার (২৬ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সিভিল সার্জন তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এই দিন বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়, প্রথমে অতিথিরা আসন গ্রহণ করেন এবং এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। সমাবেশ ও কুচকাওয়াজের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। এরপর অতিথিরা বক্তব্য দেন।
এক পর্যায়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা এখনও অসম্পূর্ণ, এ কারণেই ২০২৪ সালের জুলাই আন্দোলন হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের মতো, জুলাই আন্দোলনকারীদেরও সম্মান জানানো উচিত।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল যেটি একই কারণে ২০২৪ সালের আন্দোলনে ঘটেছে। বার বার আমরা যুদ্ধ করেছি।’
এ সময় সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনি বলছেন যে ১৯৭১ সালের যুদ্ধের সাথে ২০২৪ সালের আন্দোলনের মিল রয়েছে, তা একেবারেই ভুল। এই দুইয়ের তুলনা করা যায় না। আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং নেমে যান।’
ডা. মোহাম্মদ জিল্লুর রহমান তার ভুলের জন্য ক্ষমা চান। এক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ২১ বছর। আমি ছিলাম একমাত্র ছেলে, মা বলেছিলেন, "তুমি যুদ্ধে যাও, পাকিস্তানিরা যদি তোমাকে মেরে ফেলে, আমি কষ্ট পাব না।" গেরিলা ট্রেনিং নিয়ে আমি ১১ নম্বর সেক্টরে নয় মাস যুদ্ধ করেছি, জীবনের নানা কষ্ট সহ্য করেছি। মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলন এক করা মানে আমাদের ত্যাগ ও সংগ্রামের অপমান করা।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta