শেখ মুজিবের ভাষণ প্রচারে মাইক ভাঙচুর
ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনানোর সময় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ চলার সময় এই ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হন।
প্রত্যক্ষদর্শী সালাম মিয়া জানান, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবের ভাষণ বাজানো শুরু হলে স্থানীয় লোকজন গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করেন। তবে তত্ত্বাবধায়ক সাগর হোসেন ভাষণ চালিয়ে যেতে থাকলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে হামলা করে এবং মাইক ভাঙচুর করে। এই হামলায় তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হন।
দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী তার দোকান থেকে এক হাজার টাকায় একটি মাইক সেট ভাড়া নিয়েছিলেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে গিয়ে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল। পরে স্থানীয়দের নিষেধ অমান্য করার পর মাইক সেট ভেঙে ফেলা হয়।
ঘটনার পর আহত সাগর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, হামলা বা মারপিটের ঘটনা শুনেছি। মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আমাকে কিছু না জানিয়ে মাইক ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ঘটানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta