চট্টগ্রামে কুপিয়ে আহত আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবি করেছিল। বুধবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের পুত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারে নিজের দোকানে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে হঠাৎ করে হামলা করে, দোকান থেকে বের করে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার পর অনেক সময় স্থানীয়রা তার কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। জানা গেছে, এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাঙ্গুনিয়া উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। প্রতিদিন নানা ধরনের অরাজকতা ঘটছে এবং রাঙ্গুনিয়া এখন অশান্ত জনপদ হিসেবে পরিচিত হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta