পরিবহন শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় পরিবহন শ্রমিকদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে পরিবহন শ্রমিক ও মালিকরা ধর্মঘট পালন করছে।
বুধবার সকাল থেকেই কোম্পানীগঞ্জ বাস স্টেশন থেকে সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা ও গোমতী, চট্টগ্রামগামী প্রান্তিক, হানিফ, বিআরটিসি, কুমিল্লাগামী বাস রয়েল সুপার, ফারজানা, সুগন্ধা, ফারহানা ট্রান্সপোর্টের কাউন্টারসহ সমস্ত বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিক আল-আমিন বলেন, আমরা শ্রমিক মানুষ, আমাদের পরিশ্রমের দ্বারা সংসার চলে। আমাদের আটক শ্রমিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের জন্য আমাদের কাজের পরিবেশ পুনরুদ্ধার করতে হবে। যদি না হয়, আমরা আমাদের ধর্মঘট অব্যাহত রাখবো।
বাস চলাচল বন্ধের বিষয়ে রয়েল সুপারের মালিক জহির খান বলেন, সোমবার বিকালে কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর থানায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। মুরাদনগর থানা পুলিশ অনেক শ্রমিককে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করে। এই প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছে।
আমরা গাড়ির মালিক, কিন্তু গাড়ি চালান শ্রমিকরা। আমরা মালিকপক্ষ তাদের বুঝিয়েছি যে ঈদের সময় গাড়ি বন্ধ হলে জনগণের দুর্ভোগ হবে। তবে পুলিশি হয়রানির প্রতিবাদে আজ শ্রমিকরা অর্ধবেলা ধর্মঘট পালন করছে।
কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ইদ্রিস বলেন, তুচ্ছ একটি ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে আজ ধর্মঘট চলছে। কোম্পানীগঞ্জ বাস স্টেশন থেকে সমস্ত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যদি অবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ এবং মামলা প্রত্যাহার না করা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, শ্রমিক ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধের খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta