ঠাকুরগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় ১ জন নিহত, ১ জন গুরুতর আহত
ঠাকুরগাঁওয়ে অরক্ষিত রেল ক্রসিং পার করার সময় ট্রেনের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপরদিকে, মানিক ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুলের কাছে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত মানিক ইসলাম একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত মানিকের অবস্থা অত্যন্ত সংকটজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে রুহিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকায় দ্বিপশিখা স্কুলের পাশে রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং তখনই রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন তাদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাজিব ঘটনাস্থলেই মারা যান এবং মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর রেফার করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta