পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখে আটক হলেন ২ যুবক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে দুই যুবককে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে বাকলিয়া থানা এলাকার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
পুলিশ জানায়, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখেছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta