গোপালপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ সম্মানের সাথে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজন করা হয়।
এ দিবস উপলক্ষ্যে গোপালপুর উপজেলা প্রশাসন নানা আয়োজনে ২৬ শে মার্চ সকালবেলা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে অভ্যর্থনা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি মো. শাহজাহান ভিপি, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জামাতের আমির অধ্যক্ষ হাবিবুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারিয়া জাহান মুন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta