আবার সেই ঝুঁকিপূর্ণ জীবনের লক্কড়ঝক্কড়
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরবে বহু মানুষ। ইতিমধ্যে যানবাহনে বাড়ছে চাপ এবং বৃদ্ধি পেয়েছে পরিবহনের ভাড়া। ঈদের আগে পুরনো ও ফিটনেসবিহীন গাড়ির মেরামত শুরু হয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে পুরনো গাড়িগুলো রং-চং করে রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুরনো গাড়িগুলোকে নতুন রূপ দেওয়া হচ্ছে। এসব গাড়ি নিরাপত্তাহীনতার মধ্যে ঈদের আগে চলাচল করবে। রাস্তায় এসব গাড়ি বিকল হয়ে যানজট সৃষ্টি করায় ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়বে।
ফিটনেসবিহীন গাড়ির মেরামত ও রং করে রাস্তায় নামানো প্রতিরোধে বিআরটিএ অভিযান শুরু করেছে। গতকাল রাজধানীর গাবতলী এলাকার বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন করে বিআরটিএ এবং পুলিশের যৌথ দল। তারা চলমান মেরামত বাসগুলোর নম্বর সংগ্রহ করে ফিটনেস পরীক্ষা করেন। যেসব বাসের ফিটনেস নেই, সেগুলোর মেরামত শেষ হলেও ১৪ এপ্রিলের আগে ছাড়পত্র দেওয়া হবে না। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন বাস দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ ও যানজট তৈরি করে, যাতে সচেতনতা বাড়াতে এবং এই সমস্যা প্রতিরোধে ওয়ার্কশপগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। মেরামতকারী কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঈদযাত্রায় আরও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইজিবাইক, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন ইত্যাদি। জানা গেছে, প্রায় ৫ লাখ ইজিবাইক, ৬০ হাজার সিএনজিচালিত অটোরিকশা, ৭ লাখ ব্যাটারিচালিত রিকশা এবং ১ লাখ নছিমন-করিমন প্রতিদিন মহাসড়কে চলাচল করছে। এসব যানবাহন দূরপাল্লার বাসের গতিরোধ করে যানজট সৃষ্টি করছে। জরুরি ভিত্তিতে এসব যানবাহন জাতীয় মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন, তাই সড়ক-মহাসড়ক মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঈদযাত্রায় দুর্ঘটনা, যানজট ও ভোগান্তি কমাতে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় যানবাহন বন্ধের দাবি জানিয়েছে। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদে প্রতিদিন ফিটনেসবিহীন বাস, ট্রাক, লেগুনা, টেম্পো, মাইক্রোবাস, নছিমন-করিমন এবং সিটি সার্ভিস বাস-মিনিবাস জাতীয় মহাসড়কে যাত্রী পরিবহন করছে। মেয়াদোত্তীর্ণ নৌযান দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। রেলপথে মেয়াদোত্তীর্ণ কোচ ও ইঞ্জিনও দুর্ঘটনা, যানজট ও ভোগান্তি সৃষ্টি করে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta